ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে ভর্তিতে ভোগান্তি কমল, যেতে হবে না ব্যাংকে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৯, মে ১৩, ২০২৫
ঢাবিতে ভর্তিতে ভোগান্তি কমল, যেতে হবে না ব্যাংকে ঢাকা বিশ্ববিদ্যালয়।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তিতে ভোগান্তি কমেছে। এ বছর থেকে বিভাগ, ইনস্টিটিউটের ভর্তি ফি ও হলের জামানত দিতে শিক্ষার্থীদের ব্যাংকে যেতে হবে না।

মঙ্গলবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশার সভাপতিত্বে অনুষ্ঠিত অনলাইনে ভর্তি ফি দেওয়া সংক্রান্ত এক সভার সুপারিশের ভিত্তিতে এই তথ্য জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন ধাপে ভর্তি ফি দিতে হয়। শুরুতে বিশ্ববিদ্যালয়ের অনলাইনে ভর্তি ফি দিতে হয়। পরে নির্দিষ্ট তারিখে বিভাগ বা ইনস্টিটিউটের ভর্তির ফি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থিত সোনালী ব্যাংকে জমা দিতে হয়।  

এরপর বিভাগ থেকে নথিপত্র নিয়ে শিক্ষার্থীরা হলে যান এবং হল থেকে ব্যাংকের স্লিপ নিয়ে বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংকে হলের জামানত পরিশোধ করতে হয়।

প্রতিবছর ব্যাংকে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে শিক্ষার্থীদের এসব টাকা দিতে হতো। এতে কার্যত ভর্তি কার্যক্রম শেষ করতে তিন থেকে চারদিন লেগে যেত।

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এ বছর থেকে বিভাগ-ইনস্টিটিউটের ভর্তি ফি এবং হলের জামানত অনলাইনে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তবে এ বছর যে-সব বিভাগ অনলাইনে টাকা গ্রহণ করতে পারবে না, তারা নিজেদের অফিসে ভর্তি ফি গ্রহণ করবে বলে জানিয়েছেন অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, যেহেতু এ বছর প্রথমবারের মতো এই পদ্ধতি চালু হয়েছে, অনেকগুলো বিভাগ-ইনস্টিটিউটই প্রস্তুত নয়, তাই তারা নিজেদের অফিসে ভর্তি ফি গ্রহণ করবেন।

মোস্তাফিজুর রহমান বলেন, এ ছাড়া চারুকলা অনুষদের শিক্ষার্থীদের ভর্তি ফি আলাদা ব্যাংকে নেওয়া হয়। সেখানে তেমন ভিড় হয় না। তাই এই অনুষদ ব্যাংকেই ভর্তি ফি গ্রহণ করবে।

এফএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।