ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

শিক্ষা

রোববার হাইকোর্টের সামনে পলিটেকনিক শিক্ষার্থীদের মানববন্ধন 

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫০, মে ১৭, ২০২৫
রোববার হাইকোর্টের সামনে পলিটেকনিক শিক্ষার্থীদের মানববন্ধন  পলিটেকনিক শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

ক্রাফট ইন্সট্রাক্টরদের রিট বাতিলের দাবিতে রোববার  হাইকোর্টের সামনে শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করবেন পলিটেকনিক শিক্ষার্থীরা।

শনিবার (১৭ মে) ঢাকা পলিটেকনিক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবি জানানো হবে।

কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনের অনলাইন প্ল্যাটফর্ম কারিগরি শিক্ষা আন্দোলন বাংলাদেশের ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়েছে।

সেখানে আরও বলা হয়, কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি একইসঙ্গে সারা বাংলাদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নিজ ক্যাম্পাসে শান্তিপূর্ণ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।