ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষামন্ত্রীর পিআরও ঢালীর বিদেশ সফর: ক্ষুব্ধ ইউজিসি চেয়ারম্যান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১২
শিক্ষামন্ত্রীর পিআরও ঢালীর বিদেশ সফর: ক্ষুব্ধ ইউজিসি চেয়ারম্যান

ঢাকা: লন্ডন-আমেরিকার উচ্চশিক্ষার পদ্ধতি, প্রশাসন কীভাবে চলে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অর্থায়ন কীভাবে হয় এসব সরজমিনে দেখার জন্য শিক্ষামন্ত্রীর তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী ১৫ দিনের জন্য বিদেশ সফরে যাচ্ছেন। মঙ্গলবার তিনি দেশ ত্যাগ করবেন।

, খবর ডেইলি এডুকেশন.নেট’র 

তথ্য কাডারের কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী কৃষি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট সম্পন্ন করেছেন। যেকোনো সময় শিক্ষা মন্ত্রণালয় থেকে বদলি হয়ে যেতে পারেন। তাই সরকারি টাকায় ১৫ দিনের বিদেশ সফর করে উচ্চশিক্ষা বিষয়ে অর্জিত জ্ঞান বাংলাদেশের শিক্ষার নীতি নির্ধারণে কোথায়-কীভাবে কাজে লাগাবেন তা নিয়ে প্রশ্নে দেখা দিয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ হয়েছেন উচ্চশিক্ষার নীতি নির্ধারক কর্মকর্তারা।

জানা গেছে, একজন অতিরিক্ত সচিবের পরিবর্তে ঢালী বিদেশ সফরে যাচ্ছেন। কঠোর গোপণীয়তায় ঢালীর নাম অন্তর্ভূক্ত করা হয়েছে। এক্ষেত্রে অপ্রয়োজনীয় ব্যক্তির বিদেশ সফর বন্ধে সরকারি নির্দেশনা অমান্য করা হয়েছে। এনিয়ে মন্ত্রণালয়ে অনেক সমালোচনা হচ্ছে।
 
উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য হেকায়েপ নামক প্রকল্পের অর্থায়ন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের তত্ত্বাবধানে পরিচালিত এ শিক্ষা সফরে সম্পূর্ণ অবাঞ্ছিতভাবে শিক্ষামন্ত্রীর পিআরও ঢালীর নাম অন্তর্ভূক্ত হওয়ায় ক্ষুব্ধ হয়েছেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশন চেয়ারম্যান প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী, কমিশনের সদস্য প্রফেসর হাশেম, হেকায়েপ প্রকল্পের পরিচালক কানিজ ফাতেমা ।

অনুসন্ধানে জানা গেছে, অযাচিতভাবে শিক্ষামন্ত্রীর তথ্য কর্মকর্তা বিদেশ সফরে যাওয়া এ সফরে অংশ নিচ্ছেন না ইউজিসি চেয়ারম্যান ড. একে আজাদ চৌধুরী, সদস্য ও পিডি কানিজ ফাতেমা।

এ সম্পর্কে ইউজিসি চেয়ারম্যান ড. একে আজাদ চৌধুরী বলেন, ‘আমার এ টিম লিড করার কথা ছিলো। কিন্তু আমি যাচ্ছি না। পিডিও যাচ্ছেন না।

তিনি আরো বলেন, ‘সফর শেষে দেশে ফিরে পিআরও ঢালী তার অর্জিত জ্ঞান বাংলাদেশে শিক্ষার নীতি নির্ধারণে কি কাজে লাগাবেন তা তিনিই জানেন। আর জানেন যিনি অবাঞ্ছিতভাবে এ দুর্নীতিবাজ ও সিন্ডিকেট প্রধান ঢালীর নাম অন্তর্ভূক্ত করেছেন।

এ বিষয়ে মন্ত্রণালয়ের শীর্ষ ব্যক্তিকেই জিজ্ঞেস করুন কোনো বিবেচনায় একজন অতিরিক্ত সচিবকে বাদ দিয়ে পিআরও ঢালীর নাম ঢুকানো হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, ‘দীর্ঘ দিন ধরে ঢালী মন্ত্রীর সঙ্গে আছেন অথচ একবারও আমেরিকায় যাননি। এটা কী কখনো হয়? শুধু চিকিৎসার জন্যই তিনি ১০ থেকে ১২ বার ভারত গেছেন।   সুতরাং ঢালীর এ সফর নিয়ে পত্রিকায় রিপোর্ট করা উচিৎ হবে না। ’

এ ব্যাপারে ঢালীর সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০৫৩০ ঘন্টা, নভেম্বর ২০, ২০১২
টিএইচ/সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।