ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কাঁঠাল উন্নয়নে সেমিনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১২
কাঁঠাল উন্নয়নে সেমিনার

ঢাকা : কাঁঠাল উন্নয়নে ৩দিনব্যাপী এক সিম্পোজিয়াম মঙ্গলবার ময়মনসিংহে শেষ হয়েছে। যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এবং ইন্টারন্যাশনাল সোসাইটি ফর হর্টিকালচার সায়েন্স- আইএসএইচএস, বেলজিয়াম।



‘ফার্স্ট ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন জ্যাকফ্রুট অ্যান্ড আদার মোরাসিএ’ শীর্ষক এ আন্তর্জাতিক সিম্পোজিয়ামে প্রধান অতিথি ছিলেন কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মোঃ রফিকুল হক।

বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনোযার ফারুক, ডঃ শাহ মোঃ সাইফুল ইসলাম, ন্যাশনাল নার্সারি সোসাইটির ডঃ রফিকুল ইসলাম, হামদর্দের ডাইরেক্টর ইয়াকুব আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন- শিশির কুমার মিত্র, ডঃ এমএ রহিম প্রমুখ। সিম্পোজিয়ামে সহ আয়োজক ছিল-  এমওএ, টিএফ নেট, এফটিআপি, হামদর্দ সিড সায়েন্স সোসাইটি, শাহ নার্সারি।

ভারত, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের ফল উন্নয়নে সংশ্লিষ্ট বিঞ্জানী, কর্মকর্তা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা সিম্পোজিয়ামে অংশ গ্রহণ করেন।

এতে কাঁঠাল উন্নয়নে বিভিন্ন গবেষণালব্ধ প্রবন্ধ ও কর্মসূচিসমূহ উপস্থাপন করা হয়।

বাংলাদেশ সময় : ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ২০,  ২০১২
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।