ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১২

ঢাবি: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলিদের বর্বর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের  শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক জহিরুল ইসলাম বলেন, ‘‘সম্প্রতি ইসরাইল ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্বর হামলা  চালিয়ে দেড় শতাধিক নিরপরাধ নারী, শিশু এবং সাধারণ লোককে নির্মম ভাবে হত্যা করে। আমরা এই হামলার তিব্র নিন্দা জানাই। ’’

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাজিদ করিম বলেন, মানুষ হিসাবে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার এ হামলার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। রামু হামলার প্রতিবাদের মতো এ হামলার প্রতিবাদেও অসাম্প্রদায়িক, ধর্মভীরু সকলের অংশগ্রহণ আমাদের কাম্য। ’’                          

সমাজ বিজ্ঞানের ছাত্র সিরাজুল ইসলাম বলেন, ‘‘ইসরাইল ফিলিস্তিনিদের ঘরে এসে আজ তাদের ওপরই হামলা করছে। এটি বিশ্বমানবতার বিরুদ্ধে অস্ত্র ধারণের সমতুল্য। ’’

বিশ্ব ধর্মতত্ত্বের ছাত্র লোকমান বলেন, ‘‘আমরা শান্তি চাই, যুদ্ধ নয়। ’’  

মনববন্ধনে ঢাবি শিক্ষার্থীদের মধ্যে অর্থনীতি বিভাগের মার্স্টাসের ছাত্র ইলিয়াছ জাবেদ, সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র আরিফুর রহমান, রোকনুজ্জামান, সাইফুল ইসলাম, রাসেদুজ্জামান এবং ইসলামী স্টাডিজ বিভাগের ছাত্র জোবায়ের আল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজকদের একজন ইলিয়াছ বলেন, ‘‘ইসরাইল যুদ্ধের নামে যে হামলা করছে, এটি  যুদ্ধ নয়, এটি বিশ্ব মানবতা ধ্বংসের লীলাখেলা।   আমরা এর প্রতিবাদের ভাষা হিসেবেই মানববন্ধনের আয়োজন করেছি। ’’

বাংলাদেশ সময়:১৬৪৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১২
এমএইচ/ সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।