ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে টিআইবি-জুডো নারী বিতর্ক উৎসব শুরু

জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১২
জাবিতে টিআইবি-জুডো নারী বিতর্ক উৎসব শুরু

জাবি: ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে নারীর প্রতি সহিংসতা স্মরণে এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জুডো) আয়োজন করেছে ‘টিআইবি-জেইউডিও নারী বিতর্ক উৎসব’১২। ’

‘নারী অধিকার আন্দোলন ও দুর্নীতি বিরোধী আন্দোলন এক সূত্রে গাঁথা’ স্লোগান নিয়ে শুরু হওয়া বিতর্ক উৎসবে সহযোগিতা করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।



বৃহস্পতিবার সকাল ১০টায় শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় এ উৎসব। বিশ্ববিদ্যালয়ের অমর একুশে’র পাদদেশে শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল খায়ের। পরে শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

উৎসবে দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বিতার্কিকরা সংসদীয় বিতর্কে অংশ নেবেন। শুক্রবার দিনব্যাপী এ বিতর্কের বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হবে।

এছাড়া ৩০টির অধিক বিশ্ববিদ্যালয় থেকে অর্ধশতাধিক ছাত্র ও ছাত্রী বিতার্কিক বারোয়ারী বিতর্কে অংশ নেবেন।

অনুষ্ঠানমালায় আরো থাকছে ইয়েস গ্রুপের সৌজন্যে দুর্নীতি বিরোধী কার্টুন প্রদর্শনী। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চত্ত্বরে সকালে শোভাযাত্রার আগে এ প্রদর্শনী উদ্বোধন করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সোহেল আহমেদ, টিআইবির পরিচালক রোজওয়ানুল আলম, ইয়েস গ্রুপ জাবির উপদেষ্টা বশির আহমেদ, জেইউডিও’র সভাপতি জাকারিয়া পলাশ প্রমূখ।

২৪ নভেম্বর শনিবার সকাল ১০টায় ‘১৯৭১ সালে নারী নির্যাতনের বিভৎসতা ও বর্তমান পরিস্থিতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে আলোচক হিসেবে থাকবেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক নাসরিন খন্দকার।

শনিবার সন্ধ্যা ৬টায় মুক্তমঞ্চে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র নির্মাতা ও সময় টিভির উপদেষ্টা পরিচালক মোরশেদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১২
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।