ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে প্রগতিশীল শিক্ষক সমাজের নতুন আহ্বায়ক আনন্দ কুমার সাহা

রাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১২

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে উপাচার্যপন্থি শিক্ষক প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর আনন্দ কুমার সাহা আহ্বায়ক নির্বাচিত হয়েছেন।



বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে সকাল ১১টা থেকে বিকেল দুপুর ২টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক পদে মোট ভোট দেন ৫শ ১৩ জন শিক্ষক। এতে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনন্দ কুমার সাহা পেয়েছেন ২শ ৮৩ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ড. মিজনউদ্দীন পেয়েছেন ২শ ২৫ ভোট।  

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক আনন্দ কুমার সাহা নিজেই নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯৪১, নভেম্বর ২৯, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর, [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।