ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

শিক্ষা

‘দাবানল থেকে স্ফুলিঙ্গ আসছে’, ঢাবিতে এমন দেয়াল লিখনের পেছনে রহস্য কী

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৫, জুলাই ৭, ২০২৫
‘দাবানল থেকে স্ফুলিঙ্গ আসছে’, ঢাবিতে এমন দেয়াল লিখনের পেছনে রহস্য কী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন দেয়ালে কৌতূহল জাগানো দেয়াল লিখন চোখে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল আসছে’ লেখা দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছে।

বিভিন্ন দেয়ালে লেখা এই গ্রাফিটি কী বার্তা দিচ্ছে।  

বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, টিএসসি, মধুর ক্যান্টিন, চারুকলা, কলাভবন, হাজী মুহম্মদ মহসিন হল, এ এফ রহমান হল, শেখ মুজিবুর রহমান হল ও জসিমউদ্দিন হলের আশপাশের দেয়ালে ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল আসছে’—এই বাক্যসংবলিত বার্তাটির চোখে পড়ে।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, কোনো রহস্যমূলক বার্তা নয়, এটি জুলাই অভ্যুত্থান নিয়ে লিখিত একটি বইয়ের নাম। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বইটি লিখেছেন।

 আগামী ২০ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের টিএসসি অডিটোরিয়ামে এ মোড়ক উন্মোচন করা হবে বলে জানান তিনি।  

তিনি জানান, অনুজরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে তার বইয়ের নাম লিখেছেন। উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে বইটি পরিচিত করানো। আমি আশা করছি প্রকাশিত বইটি যখন সবাই পড়বে তখন তারা জুলাই অভ্যুত্থান নিয়ে অনেক অজানা বিষয় জানতে পারবে।  

এফএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।