ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি উপাচার্যের সঙ্গে অস্ট্রেলিয়া অধ্যাপকের সাক্ষাৎ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১২

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সাক্ষ‍াৎ করেছেন অস্ট্রেলিয়ার সিডনি ইউনিভার্সিটির অধ্যাপক ড. মিখাইল হামফ্রে এবং ম্যাকুয়ারি ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. ইস্টেলা ভালভারডে।

বৃহস্পতিবার উপাচার্য অফিসে তারা সঙ্গে দেখা করেন।



এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইমদাদুল হক ও সংখ্যাতিরিক্ত অধ্যাপক এস আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

সাক্ষাতের সময় উভয় পক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয়। বিশেষ করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অস্ট্রেলিয়ার  বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ছাত্র, শিক্ষক ও গবেষক বিনিময় এবং শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে যৌথ সহযোগিতামূলক প্রকল্প চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।

অধ্যাপক আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনায় গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিদের ধন্যবাদ জানান।
                                     
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১২
এমএইচ/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।