ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি ‘খ’ ইউনিট ভর্তির সাক্ষাৎকার ২২ ডিসেম্বর শুরু

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১২
ঢাবি ‘খ’ ইউনিট ভর্তির সাক্ষাৎকার ২২ ডিসেম্বর শুরু

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষাার সাক্ষাৎকার আগামী ২২ ডিসেম্বর শুরু হবে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



বিজ্ঞপ্তিতে উত্তীর্ণ চার হাজার ৩০৬ জনের মধ্যে আগামী ২২ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত মেধাক্রম অনুযায়ী দুই হাজার ৫০০ জনকে ডাকা হয়েছে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কলা অনুষদের ডিনের কার্যালয়ের নিচতলার সভাকক্ষে এ সাক্ষাৎকার নেওয়া হবে।

এছাড়াও সঙ্গীত ও নাট্যকলা বিভাগে ভর্তির ক্ষেত্রে উত্তীর্ণ সব প্রার্থীকে আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে।

বিস্তারিত জানতে কলা অনুষদের নোটিস বোর্ডে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট তথ্য www.admission.univdhaka.edu পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা,ডিসেম্বর ১৫,২০১২
এমএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।