ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

গণতান্ত্রিক চর্চায় পরাজয় মেনে নিতে কোনো আপত্তি নেই: আবু বাকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৪, সেপ্টেম্বর ১০, ২০২৫
গণতান্ত্রিক চর্চায় পরাজয় মেনে নিতে  কোনো আপত্তি নেই: আবু বাকের আবু বাকের মজুমদার: ফাইল ফটো

গণতান্ত্রিক চর্চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে পরাজয় মেনে নিতে কোনো আপত্তি নেই বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু বাকের মজুমদার। যতদিন ক্যাম্পাসে থাকবেন ততদিন শিক্ষার্থীদের সঙ্গে থাকার অঙ্গীকার করেছেন তিনি।

বুধবার (১০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন আবু বাকের মজুমদার।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসু ও হল সংসদে যাদেরকে নিজেদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন, তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন।

গতকাল উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হলেও কিছু জায়গায় অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ উঠেছে। তারপরও গণতান্ত্রিক চর্চায় পরাজয় মেনে নিতে আমার কোনো আপত্তি নেই। ’

তিনি আরও বলেন, ‘এ বিশ্ববিদ্যালয়ে প্রতিটি পা ফেলতে গিয়ে আমি শিখেছি। খুব দুঃসময়েও এ ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য সব কিছু বাজি ধরেছি।
আমার ছাত্রজীবনের স্বপ্ন ছিল শেখ হাসিনার পতন, সেটি সফল হয়েছে। যতদিন এ ক্যাম্পাসে থাকব, ততদিন আপনাদের সঙ্গেই আছি। ’

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ডাকসুর চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। সেখানে দেখা গেছে, সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্রার্থী এস এম ফরহাদ।

জেএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।