বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম।
বুধবার (১০ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন ২০১৩ (সংশোধিত) এর ১০(১) ধারা অনুযায়ী প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলমকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
উল্লেখ্য যে, গত ১৩ মে শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর ১০(১) ও ১০(৩) ধারা অনুযায়ী প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলমকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন ভাইস-চ্যান্সেলর নিয়োগের পূর্ব-পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ প্রদান করে।
এমএস/এএটি