ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো সোশিও ক্যাম্প প্রথম কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৬, সেপ্টেম্বর ২৬, ২০২৫
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো সোশিও ক্যাম্প প্রথম কর্মশালা ছবি: শাকিল আহমেদ

ঢাকা: দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৬২৪টি দলকে নিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে সোশিও ক্যাম্প ১২-এর প্রথম কর্মশালা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মূল অডিটরিয়ামে এ কর্মশালা হয়।

জানা যায়, সোশিও ক্যাম্প হলো সামাজিক সচেতনতাকে কেন্দ্র করে গড়ে উঠা একটু কেইস কম্পিটিশন। এটি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সোশ্যাল সার্ভিসেস ক্লাব এর একটি বাৎসরিক উদ্যোগ। যার মাধ্যমে তরুণ প্রজন্মকে সামাজিক বিভিন্ন সমস্যার সমাধানের সাথে সম্পৃক্ত করা হয়ে থাকে। এ বছরের সোশিও ক্যাম্প ১২, পূর্ববর্তী বছরগুলোর তুলনায় অনেক বড় আকারে আয়োজন করা হয়েছে, যার উল্লেখযোগ্য প্রভাব দেখা গেছে দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে।  

এবার মোট ৬২৪টি টিম অংশগ্রহণ করেছে। প্রথম কর্মশালাটি ছিল অত্যন্ত অনুপ্রেরণামূলক। কর্মশালাটিতে বক্তা হিসেবে ছিলেন, চৌধুরী মোহাম্মদ নাবিল হাসান ও সিফাত উল হক সনেট যারা তাদের অভিজ্ঞতা থেকে প্রতিযোগীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনাবলী আলোচনা করেছেন।

কর্মশালাটি আরম্ভ হয় সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সভাপতি মৌরীন ইসলাম ও হেড অব মার্কেটিং সাদমান ফেরদৌসের এ আয়োজনটি করার অভিজ্ঞতা ও উদ্দেশ্য সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে।

কর্মশালার সমন্বয়ক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র লেকচারার, নাজমুন নাহার, সোশিও ক্যাম্পের প্রথম পর্বের কেইস এবং সব নির্দেশনাবলী বিস্তারিত আলোচনা করেন।

সর্বশেষে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সোশ্যাল সার্ভিসেস ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজার মেজবাউল হাসান চৌধুরী তার বিশেষ বার্তা উপস্থাপন করেন, যেখানে তিনি সোশিও ক্যাম্পের গুরুত্ব এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এর প্রভাব সম্পর্কে বলেছেন।

সোশিও ক্যাম্পের প্রথম কর্মশালা, প্রতিযোগীদের অংশগ্রহণ এবং আমন্ত্রিত অতিথিদের আলোচনার মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয়েছে।  

কর্মশালাটি ছিল আলোচনা নির্ভর, যেখানে শুধু নির্দেশনাই দেওয়া হয়নি বরং প্রতিযোগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বও রাখা হয়েছে। এ কর্মশালাটি প্রতিযোগীদের তাদের পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করতে সাহায্য করবে এবং তাদেরকে সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডে জড়িত হতে অনুপ্রাণিত করবে।


এমএমআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ