ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শেষ হলো ৪র্থ বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১২
শেষ হলো ৪র্থ বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াড

ঢাকা: বিজ্ঞানে উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন প্রজন্মের শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ সৃষ্টির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে শেষ হয়েছে ৪র্থ বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াড ২০১২।

ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন স্কুল-কলেজের এক হাজারও বেশি মাধ্যমিক/ও লেভেল এবং উচ্চমাধ্যমিক/এ লেভেলের ছাত্রছাত্রীরা দেশের বৃহত্তম এ বায়োসায়েন্স উৎসবে অংশ নেন।



২২ ডিসেম্বর দিনব্যাপী আয়োজনে ছিল কুইজ পরীক্ষা, পোস্টার প্রদর্শনী, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

২০০৯ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ বায়োকেমিস্ট্রির আয়োজনে এবং ব্র্যাক ব্যাংক লিমিটেডের সহযোগিতায় অলিম্পিয়াডটি  অনুষ্ঠিত হয়ে আসছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে বিজয়ী ছাত্রছাত্রী ও শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করেন।

এ সময় ফ্যাকাল্টি অব বায়োলজিক্যাল সায়েন্সেস-এর ডীন প্রফেসর ড. এম. ইমদাদুল হক, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এবং ৪র্থ বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াড ২০১২-এর কনভেনর প্রফেসর হাসিনা খান, ব্র্যাক ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সৈয়দ মাহবুবুর রহমান, ৪র্থ বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াড-এর সদস্য সচিব জনাব শান্তনু সাহা রায় উপস্থিত ছিলেন।  

অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, এ অলিম্পিয়াডে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা বায়োকেমিস্ট্রিতে নতুন নতুন উদ্ভাবন ও গবেষণা বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেন এবং এ উৎসব শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান শিক্ষা আরও আনন্দময় করতে সাহায্য করবে।

ব্র্যাক ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “একটি বাংলাদেশি ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক নতুন প্রজন্মের স্বপ্ন, সম্ভাবনা ও প্রতিভায় আস্থা রাখে। ”

তিনি বলেন, “আমরা এই তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণের সাথী হতে চাই। তাই, বায়োকেমিস্ট্র অলিম্পিয়াডের সঙ্গে আছি আমরা। আশা করি, এই উদ্যোগ তরুণ প্রজন্মকে বিজ্ঞান শিক্ষায় অনুপ্রাণিত করবে এবং দেশের অগ্রগতিতে ভূমিকা রাখবে। ”

আগামীতে বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াড আন্তর্জাতিকভাবে বৃহৎ আকারে আয়োজিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াড আয়োজনে সহযোগিতার জন্য আয়োজকরা ব্র্যাক ব্যাংককে ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।