সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০১২-১৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করা হবে আগামী ২৬ ডিসেম্বর।
ঐ দিন সকাল ৯টা থেকে বি-১ ইউনিটের অপেক্ষমাণ ৬০৭ থেকে ৭৭৩ পর্যন্ত এবং সকাল ১১টা থেকে ‘এ’ ইউনিটের বিজ্ঞান বিভাগের অপেক্ষমান তালিকার ১৫৬-২০৮ পর্যন্ত স্থানধারীদের সাক্ষাৎকার নেওয়া হবে।
এছাড়া ‘এ’ ইউনিটের বাণিজ্য বিভাগের ৫টি শূন্য আসনের বিপরীতে অপেক্ষমাণ তালিকার ৩৩ থেকে পরবর্তী স্থানধারীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে।
ভর্তি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. নারায়ণ সাহা এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, আগামী ১ জানুয়ারি সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে ২০১২-১৩ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।
সমাজকল্যাণ মন্ত্রী মো. এনামুল হক মোস্তফা কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পর্কে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১২
ইএইচ / সম্পাদনা: আসিফ আজিজ ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর