ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষ সম্মান প্রথমবর্ষ প্রথম সেমিস্টারের সব অনুষদের ১ম পর্বের সাক্ষাৎকার ১৩ জানুয়ারি ২০১৩ থেকে শুরু হবে। চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, একজন শিক্ষার্থী সর্বোচ্চ ৬টি বিষয় পছন্দ(সাবজেক্ট চয়েস) করতে পারবেন। সাক্ষাৎকার গ্রহণের সময় প্রার্থীকে অবশ্যই নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীকে সাক্ষাৎকার গ্রহণের দিন থেকে ৩ দিনের মধ্যে ভর্তি হতে হবে।
‘এ’ ইউনিটের সাক্ষাৎকার বিজ্ঞান ভবনের (নিচতলা) মনোবিজ্ঞান বিভাগে, ‘বি’ ইউনিটের সাক্ষাৎকার ডিন, কলা অনুষদের অফিসে (একাডেমিক ভবনের ৭ম তলা), ‘সি’ ইউনিটের সাক্ষাৎকার একাডেমিক ভবনে এবং ‘ডি’ ইউনিটের সাক্ষাৎকার প্রশাসনিক ভবনের ২য় তলায় কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে।
২য় পর্বের সাক্ষাৎকার ২১ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান বাংলানিউজকে বলেন, “ভর্তির সাক্ষাৎকার সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১২
এমএমএস/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর