ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নোবিপ্রবির বি-সি গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত

মু. রহমত উল্যাহ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১২
নোবিপ্রবির বি-সি গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত

নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১২-১৩ শিক্ষাবর্ষের বি ও সি গ্রুপের ভর্তি পরীক্ষা বুধবার অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২৬ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বি-গ্রুপের ৩টি কেন্দ্রে ২৯৯৯জন ও সি গ্রুপের বিকেল আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ৪টি কেন্দ্রে ৩৪৮৫জন পরীক্ষার্থী অংশগ্রহন করেন।



এর আগে ২৫ ডিসেম্বর মঙ্গলবার বি গ্রুপের ২৩টি কেন্দ্রে ১১টি বিষয়ের ৬০টি আসনের বিপরীতে ১৩হাজার ৫শ ৮০জন পরীক্ষার্থী অংশগ্রহন করে।

এ বছর ১৪টি বিভাগের ৮৬০টি আসনের বিপরীতে সর্বমোট ২০,০৬৪ জন প্রার্থী আবেদন করে।

আসন বিন্যাস ও পরীক্ষা উপ-কমিটির আহবায়ক ড. মোহাম্মদ সেলিম হোসেন বাংলানিউজকে জানান, ২৫ ও ২৬ ডিসেম্বর ২ দিন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ৩ গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার ফলাফল প্রকাশ করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।