জাবি: নেতা-কর্মীদের মধ্যে রাজনৈতিক-সাংস্কৃতিক মানের গুণগত উন্নয়ন ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে বৃহস্পতিবার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের আয়োজনে অনুষ্ঠিত হবে এ ক্যাম্প।
প্রশিক্ষণে ছাত্র ইউনিয়নের বিভিন্ন জেলা থেকে নেতা-কর্মীরা অংশ নেবেন বলে সংগঠনের বিশ্ববিদ্যালয় সংসদের দপ্তর সম্পাদক সুজাউদ্দৌলা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিন সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে ক্যাম্পের উদ্বোধন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক নাসিম আখতার হোসাইন। সভাপতিত্ব করবেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম শুভ।
বিভিন্ন বিষয়ে প্রশিক্ষক হিসেবে থাকবেন, কমরেড মনজুরুল আহসান খান, কমরেড শহিদুল্লাহ চৌধুরী, কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক ডা. মনিরুল ইসলাম রাচি, ড. রতন সিদ্দিকী, জাভেদ হুসেন, রায়হান রাইন, সৈকত শুভ্র আইচ মনন, অনিরুদ্ধ দাশ অঞ্জন ও নাসরিন খন্দকার লাবনী।
সংগঠনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি জাহিদুল ইসলাম জিন্নাহ্ ও সাধারণ সম্পাদক জাবির হোসাইন এক বিবৃতিতে জানান, ক্যাম্পের আয়োজক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ যথাযথ প্রস্তুতি গ্রহণ করেছে। ক্যাম্পাসের নেতাকর্মীদের মধ্যে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ক্যাম্পটি উন্মুক্ত থাকবে।
বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর