ঢাকা: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এ বছর অংশগ্রহণকারী মোট ১২ ক্যাটাগরির প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা হচ্ছে ৯২ হাজার ৪২৮টি। এর মধ্যে শতভাগ পাস করেছে ৭২ হাজার ২২৭টি বিদ্যালয়।
প্রাথমিক শিক্ষায় ১২ ক্যাটাগরির প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সেগুলো হচ্ছে- সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, কিন্ডারগার্টেন, এনজিও পরিচালিত বিদ্যালয়, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়, নন-রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়, ব্র্যাক স্কুল, আনন্দ স্কুল এবং শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়।
এবার ৩৭ হাজার ১৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে শতভাগ পাস করেছে ২৮ হাজার ৭৪৭টি বিদ্যালয়। এসব বিদ্যালয়গুলোতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লাখ ৬৪ হাজার ৩৮৬ জন। পাসের হার ৭৭.৩৭ শতাংশ।
পরীক্ষায় অংশ নেওয়া রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা হচ্ছে ২৩ হাজার ২৭টি। শতভাগ পাস করা বিদ্যালয় হচ্ছে ১৬ হাজার ৯৬২টি। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ৭৩৭ জন। পাসের হার ৭৩.৬৬ শতাংশ।
মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৫০১টি। শতভাগ পাস করা বিদ্যালয় ৩৪৯টি। এসব বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর সংখ্যা ছিল ৩০ হাজার ৪৮৮ জন। পাসের হার ৬৯.৬৬ শতাংশ।
মোট পরীক্ষণ বিদ্যালয়ের সংখ্যা হচ্ছে ৫৫টি। শতভাগ পাস করা বিদ্যালয় হচ্ছে ৫৩টি। এসব বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৭২৩ জন। পাসের হার ৯৬.৩৬ শতাংশ।
কিন্ডারগার্টেন স্কুলের সংখ্যা মোট ১৩ হাজার ১৩১টি। শতভাগ পাস করে ১১ হাজার ৭৯৪টি কিন্ডারগার্টেন। পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ৮৩৯ জন। পাসের হার ৮৯.৮২ শতাংশ।
এনজিও পরিচালিত বিদ্যালয়ের সংখ্যা হচ্ছে ২ হাজার ৫২১টি। পাস করা বিদ্যালয় হচ্ছে ১ হাজার ৭০৫টি। এসব বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ২৪ হাজার ১৭৪ জন। পাসের হার ৭০.৪৩ শতাংশ।
কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৯৫৪টি। শতভাগ পাস করা বিদ্যালয় ৭৩৪টি। শিক্ষার্থীর সংখ্যা ৮ হাজার ৪৭০ জন। পাসের হার ৭৩.৯৪ শতাংশ।
নন-রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয় ২ হাজার ৬৮৯টি। শতভাগ পাস করা বিদ্যালয় হচ্ছে ২ হাজার ৬৯টি। পরীক্ষার্থীর সংখ্যা ২০ হাজার ২৭৮ জন। পাসের হার ৭৩ দশমিক ৯৪ শতাংশ।
সারা দেশে উচ্চ বিদ্যালয় সংযুক্ত মোট প্রাথমিক বিদ্যালয় ১ ৭৯৩টি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে শতভাগ শিক্ষার্থী পাস করা বিদ্যালয়ের সংখ্যা হচ্ছে ১ হাজার ২৪২টি। এসব বিদ্যালয়ের মোট পরীক্ষার্থী ৯৩ হাজার ৩৯২ জন। পাসের হার ৬৯ দশমিক ২৭ শতাংশ।
ব্রাক স্কুলে সংখ্যা মোট ৭ হাজার ৬৬৩টি। এর মধ্যে শতভাগ শিক্ষার্থী পাস করা বিদ্যালয়ের সংখ্যা ৭ হাজার ৩৪১টি। এসব বিদ্যালয়ের মোট শিক্ষার্থী ১ লাখ ৯৭ হাজার ৫৫৩ জন। পাসের হার ৯৫ দশমিক ৮০ শতাংশ।
আনন্দ স্কুলের সংখ্যা মোট ২ হাজার ৮৫৯টি। এর মধ্যে শতভাগ পাস করা বিদ্যালয়ের সংখ্যা ১ হাজার ১৮১টি। এসব বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৬ হাজার ৭২৫ জন। পাসের হার ৪১ দশমিক ৩১ শতাংশ।
শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা মোট ৮১টি। এর মধ্যে শতভাগ পাস করা বিদ্যালয়ের সংখ্যা ৫০টি। এসব বিদ্যালয়ের মোট শিক্ষার্থী ৬৯৬ জন। পাসের হার ৭৮ দশমিক ২৩ শতাংশ।
উল্লেখ্য, প্রাথমিক সমাপনী পরীক্ষায় এবার ২৬ লাখ ৪১ হাজার ৬৭ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৯৭ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী।
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২
এসএমএ/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- [email protected]