ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাজশাহীতে জেএসসিতে ছেলেরা এগিয়ে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২

রাজশাহী: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে এবছর পাসের হার ৮৫ দশমিক ০৯ শতাংশ। গতবার ছিল ৭৯ দশমিক ৮৮ শতাংশ।

গত বারের চেয়ে পাসের হার বেড়েছে ৫ দশমিক ১২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২২১ জন।  

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম এ হুরাইরা আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

এসময় রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম এ হুরাইরা, কলেজ পরিদর্শক  আনারুল হক প্রামাণিক, বিদ্যালয় পরিদর্শক সুনীল চন্দ্র দাস, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) আকবর হোসেন, প্রধান মূল্যায়ন অফিসার (চলতি দায়িত্ব) এস এম  গোলাম আজম, সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী শফিকুল ইসলাম, প্রোগ্রামার সিরাজুল ইসলাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (জে এস সি), চলতি দায়িত্ব  রুবি, তথ্য ও গণসংযোগ অফিসার এ এফ এম খায়রুল আলম উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবছর রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন জেএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৯১ হাজার ৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৫৭ হাজার ৮৬৫ জন। এর মধ্যে ছাত্রের পাসের হার ৮৫ দশমিক ৩২ শতাংশ এবং ছাত্রী ৮৪ দশমিক ৮৭ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ২২১ জনের মধ্যে ৩ হাজার ২৭৪ জন ছাত্র এবং ২ হাজার ৯৪৭ জন ছাত্রী রয়েছে। ফলে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দুই দিক থেকেই রাজশাহী শিক্ষা বোর্ডে মেয়েদের চেয়ে এবছর ছেলারা এগিয়ে রয়েছে। গতবার এগিয়ে ছিলো মেয়েরা।     

এবারের পরীক্ষায় রাজশাহী বোর্ডে প্রথম ও জেলায় শীর্ষ স্থানে রয়েছে রাজশাহী ক্যাডেট কলেজ। বোর্ডের সেরা ২০ এর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাবনা ক্যাডেট কলেজ। তৃতীয় হয়েছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। সেরা তিনে স্থান পায়নি মহানগরীর কোনো স্কুল।

এবছর রাজশাহী শিক্ষা বোর্ডের মোট ২ হাজার ৮৮৮টি বিদ্যালয়ের মধ্যে শতভাগ পাস করা বিদ্যালয়ের সংখ্যা ৩৩৫টি। ১৩টি বিদ্যালয় থেকে কোন পরীক্ষার্থীই পাস করেনি। বোর্ডের অধীন মোট ১৯২টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। এক বিষয়ে পাসের হার ৮৯ দশমিক ৩০ শতাংশ। দুই বিষয়ে পাসের হার ৬৯ দশমিক ১১ শতাংশ। তিন বিষয়ে পাসের হার ৪৬ দশমিক ৯২ শতাংশ।

এদিকে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় রাজশাহী জেলায় এবছর পাসের হার ৯৮ দশমিক ৭৮ শতাংশ এবং ইবতেদায়ী পরীক্ষায় পাসের হার ৯২ দশমিক ৫৫ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘন্টা, ডিসেম্বর ২৭, ২০১২
এসএস/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।