ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবতেদায়ী সমাপনী

৬৫৩০ মাদ্রাসায় শতভাগ পাস, ফেল ৩৪৭টিতে

সেরাজুল ইসলাম সিরাজ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২

ঢাকা: চলতি বছরের ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ৬ হাজার ৫৩০টি মাদ্রাসার শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। আর ৩৪৭টি মাদ্রাসার একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি।



ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় উচ্চ মাদ্রাসা সংযুক্ত ২হাজার ৬৮৯টি ‍মাদ্রাসা ও ৮ হাজার ৯১৩টি ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১ হাজার ৫৯৮টি সংযুক্ত মাদ্রাসার শিক্ষার্থীরা ও ৪ হাজার ৯৩২ টি ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীরা শতভাগ পাসের কৃতিত্ব দেখিয়েছে।

অন্যদিকে ২৪৩টি সংযুক্ত মাদ্রাসা ও ১০৪টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা থেকে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে।

বৃহস্পতিবার এবতেদায়ীসহ চলতি বছরের প্রাথমিক সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট(জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট(জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২
ইএস./সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।