ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জেএসসি: যশোর বোর্ডে ৭ স্কুলের কেউ পাস করেনি

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২

যশোর: জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার (জেএসসি) ফলাফলে যশোর শিক্ষাবোর্ডের ৭টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।

গত বছর শূন্যভাগ পাসের হারের প্রতিষ্ঠান ছিল ১১টি।

এ বছর সেই অবস্থা থেকে উন্নতি হয়েছে। আর বোর্ডের সার্বিক ফলাফলও ভালো হয়েছে।

প্রকাশিত ফলাফলে জানা গেছে, যশোর বোর্ডে মোটেই পাস করে করতে পারেনি এমন ৭টি স্কুল রয়েছে। এগুলো হলো- কুষ্টিয়ার শহীদ ইয়াকুব আলী মাধ্যমিক বিদ্যালয় ও কামারবান্দা রমনাথপুর বালিকা বিদ্যালয়, খুলনার আলিদপুর মাধ্যমিক বিদ্যালয়, যশোরের বিআরএনপি বালিকা বিদ্যালয় ও খাটিয়াখালি মাধ্যমিক বিদ্যালয়, বাগেরহাটের আমেনা স্মৃতি বালিকা বিদ্যালয় ও ঝিনাইদহের ফুলচাননেছা বালিকা বিদ্যালয়।

এ প্রসঙ্গে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ আবু দাউদ বাংলানিউজকে জানান, শতভাগ পাসের হার নিশ্চিত করতে বোর্ডের নানা পরিকল্পনা রয়েছে। বোর্ডের তদারকিতে শূন্যভাগ পাসের হারের প্রতিষ্ঠান কমেছে। তবে মোটেই পাস না করা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।