ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

টাঙ্গাইলে প্রাথমিক সমাপনীতে জিপিএ-৫ পেয়েছে ৭০৬৭ জন

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২

টাঙ্গাইল: এবাবের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় টাঙ্গাইল জেলায় ৭০৬৭ জন জিপিএ-৫ পেয়েছে।

জেলার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট পাসের হার ৯৭.৯৬ ভাগ ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার পাসের হার ৯৬.৭৬ ভাগ।



বৃহস্পতিবার দুপুরে জেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে এ ফলাফল ঘোষণা করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা মাহফুজা বেগম বাংলানিউজকে জানান, এ বছর জেলায় সমাপনী পরীক্ষায় অংশ নেয় ৬৫ হাজার ৪০৫ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছে ৬৪ হাজার ৭২ জন। মোট জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ২১ জন।

অন্যদিকে জেলার ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার অংশ নেয় ৬ হাজার ৩২৪ জন। এদের মধ্যে পাস করেছে ৬ হাজার ১১৯ জন। মোট জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন ।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৭,২০১২
সম্পাদনা: কামরুননাহার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।