ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জেএসসি- জেডিসি: পাসের হারে এগিয়ে ছেলেরা

আশরাফুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২
জেএসসি- জেডিসি: পাসের হারে এগিয়ে ছেলেরা

ঢাকা: ২০১২ সালের জেএসসি ও  জেডিসি পরীক্ষার ফলাফলে দেখা গেছে পাসের হারে মেয়েদের চেয়ে এগিয়ে রয়েছে ছেলেরা।

জেএসসি ও জেডিসি পরীক্ষায় সারা দেশে ছেলেদের পাসের হার শতকরা ৮৮.০১ ভাগ, মেয়েদের পাশের হার ৮৬.০৪ ভাগ।

 

জেএসসি ও জেডিসি পরীক্ষায় সারাদেশে অংশগ্রহণকারী মোট ছাত্রছাত্রীর সংখ্যা ছিলো ১৮ লাখ ৪১ হাজার ৭শ’ ২৬ জন। এর মধ্যে মোট ছাত্রের সংখ্যা ৮ লাখ ৬৮ হাজার ৭শ’ ৯০ জন ও ছাত্রী ৯ লাখ ৭২ হাজার ৯শ’ ৩৬ জন।

এর মধ্যে রাজশাহী বিভাগে ছেলেদের পাসের হার সর্বোচ্চ শতকরা ৯৩.৫৩ ভাগ। অপরদিকে মেয়েদের সর্বোচ্চ পাসের হার বরিশাল বিভাগে শতকরা ৯৩.৯৯ ভাগ।

তবে পাসের হারে পেছনে রয়েছে চট্টগ্রাম বিভাগ। এ বিভাগে ছাত্রীদের পাসের হার শতকরা ৭৫.৯১ ভাগ ও ছেলেদের ৮১.৪১ ভাগ।

মাদরাসা শিক্ষাবোর্ড ছাড়া সকল বোর্ডর ২০১২ সালের জেএসসি পরীক্ষায় পাসের হার ৮৬.১১ ভাগ। অন্যদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডসহ সকল বোর্ডর ২০১২ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষায় পাসের হার শতকরা ৮৬.৯৭ ভাগ।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২
এআই/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।