লক্ষ্মীপুরের রায়পুরের হাফেজা যমজ বোন আরিফা সুলতানা ও আবিদা সুলতানা এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তাদের এমন সাফল্যে আনন্দে ভাসছেন মা-বাবাসহ স্বজনরা।
চাঁদপুরের গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় তারা।
আরিফা ও আবিদা সৌদি প্রবাসী হাফেজ আবু দাউদের জমজ মেয়ে।
বাবার বাড়ি খুলনা জেলাতে হলেও মা সালমা আক্তারের সঙ্গে রায়পুর পৌরসভার নানাবাড়ি এলাকায় ভাড়া থেকে লেখাপড়া করেন তারা। দুজনেই কোরআনে হাফেজা।
জানা গেছে, আরিফা ও আবিদা ১৮ বছর বয়সে মাত্র দেড় বছরে পবিত্র কোরআন শরীফ মুখস্থ করে হাফেজা হন। চাচা হাফেজ মশিউরের কাছ থেকে হিফজ সম্পন্ন করেন।
আরিফা ও আবিদা জানায়, আল্লাহ তাআলার ইচ্ছায় তারা ভালো ফলাফল করতে পেরেছে। ভবিষ্যতের জন্যও তারা সবার কাছে দোয়া চেয়েছেন।
তাদের মা সালমা আক্তার বলেন, আল্লাহ আমার দুই মেয়েকে কোরআনে হাফেজা বানিয়েছেন। এখন এইচএসসি পরীক্ষায় তারা সর্বোচ্চ ফলাফল পেয়েছে। তাদের সাফল্যে আমরা খুব খুশি। ফলাফলের খবর পেয়ে তাদের বাবাও খুশি হয়েছেন।
গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের প্রভাষক আব্দুল বাতেন গণমাধ্যমকে বলেন, আরিফা ও আবিদা অত্যন্ত মেধাবী। তারা ক্লাসে নিয়মিত ছিল এবং খুব দ্রুত যেকোনো পড়া আয়ত্ত করতে পারত।
এসআরএস