ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাথমিক সমাপনী

৭১০ বিদ্যালয়ের কেউ পাস করেনি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২

ঢাকা: ২০১২ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৭১০টি বিদ্যালয়ের পাস করেনি একজন শিক্ষার্থীও। বিদ্যালয়গুলোর পরীক্ষার্থী সংখ্যা ৬ হাজার ৯০৯ জন।



এবারের পরীক্ষায় ১২টি ক্যাটাগরির বিদ্যালয় থেকে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। মোট বিদ্যালয় ৯২ হাজার ৩২৮টি।  

বৃহস্পতিবার প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ৩৭ হাজার ১৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০টির পাসের হার শূন্য। বিদ্যায়গুলোর শিক্ষার্থী সংখ্যা ৬৪ জন।  

তথ্য মতে, ২৩ হাজার ২৭ রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৭টি থেকে ১৭৬ জন পরীক্ষা দিয়ে একজনও পাস করতে পারেনি।

২০১২ সালের প্রাথমিক সমাপনীতে কিন্ডারগার্টেনের সংখ্যা ছিলো ১৩ হাজার ১৩১টি। এর ৮৭টি থেকে ২৪৮ জন পরীক্ষা দিয়ে পাস করেনি একজনও। ২ হাজার ৪২১ এনজিও পরিচালিত বিদ্যালয়ের মধ্যে ২০৯টির পাসের হার শূন্য। ১১টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়েরও একই অবস্থা। এ ধরনের মোট বিদ্যালয় ৯৫৪টি।

সূত্র মতে, ১০১টি নন রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়ের পাস করেনি ৫১৫ জন।

একইভাবে উচ্চ বিদ্যালয় সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা এবার ১ হাজার ৭৯৩টি। এর মধ্যে দুইটির পাসের হার শূন্য।

২৬২টি আনন্দ স্কুল থেকে ৪ হাজার ৩৯৯ জন পরীক্ষা দিয়ে কেউ পাস করেনি। পাস না করার মধ্যে রয়েছে একটি শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ও।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২
এসএআর/ সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।