ঢাকা: রংপুর বিভাগে ইবতেদায়ীর ফলাফলে শীর্ষে রয়েছে ধাপসাতগড়া বায়তুল মোকাররম মডেল কামিল মাদ্রাসা। মাদ্রাসাটিতে থেকে ইবতেদায়ী পরীক্ষায় ৭৮জন পরীক্ষার্থী অংশ নেয়।
দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে লালমনিরহাট জেলার হযরত ফাতেমাতুজ্জোহরা(রা:) মহিলা দাখিল মাদ্রাসা, তৃতীয় হয়েছে গাইবান্ধার সদর জেলার দারুল হুদা দাখিল মাদ্রাসা, চতুর্থস্থান অধিকার করেছে কুড়িগ্রামের নাগেশ্বরী থানার নায়কেরহাট দারুছ ছুন্নাত দাখিল মাদ্রাসা, পঞ্চম হয়েছে দিনাজপুরের বিরামপুর থানার বিজুল দারুল হুদা কামিল স্নাতকোত্তর মাদ্রাসা।
ষষ্ঠ থেকে দশম স্থান অধিকার করেছে যথাক্রমে রংপুরের তপোধন ইউনিয়ন বায়তুল উলুম দাখিল মাদ্রাসা, রংপুরের পীরগাছা উপজেলার কান্দি কাবিলাপাড়া বালিকা আলিম মাদ্রাসা, সদর উপজেলার কেরানীহাট আল ইখলাছ দাখিল মাদ্রাসা, জিয়াতপুকুর মাজার শরীফ দাখিল মাদ্রাসা ও পীরগাছা উপজেলার পাওটানা ফাজিল মাদ্রাসা।
বৃহস্পতিবার ঘোষিত ফলাফলে দেখা যায়, এ বছর পাসের হারে ইবতেদায়ীতে শীর্ষে অবস্থান করছে বরিশাল বিভাগ এবং নিম্নে রয়েছে সিলেট বিভাগ। বরিশাল বিভাগে পাসের হার ৯৬.৭৩ শতাংশ। আর সিলেট বিভাগে পাসের হার ৮৯.৪৭ শতাংশ।
অন্যদিকে রাজশাহী বিভাগ ৯২.৭৮ শতাংশ, খুলনা বিভাগ ৯৫.৪২ শতাংশ, ঢাকা বিভাগ ৮৯.৯৭ শতাংশ, চট্টগ্রাম বিভাগ ৯১.৮৫ শতাংশ ও রংপুর বিভাগে পাসের হার ৯৪.৩৩ শতাংশ।
ঢাকা বিভাগ পাসের হারের তালিকায় নিচের দিকে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে রয়েছে সবার আগে। এই বিভাগ থেকে সর্বোচ্চ সংখ্যক ৬৬৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২
ইএস./সম্পাদনা: নূরনবী সিদ্দিক সু্ইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর