ঢাকা: চট্টগ্রাম বিভাগে ইবতেদায়ীতে শীর্ষে স্থান করে নিয়েছে মিরওয়ারিশপুর সিনিয়র মাদ্রাসা। নোয়াখালী জেলার বেগমগঞ্জের এই প্রতিষ্ঠানটি থেকে ৩০২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৯৮ দশমিক ৩৪ শতাংশ পাসসহ জিপিএ ৫ পেয়েছে ৬ জন।
চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় হয়েছে ডবলমুরিং থানার বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা, তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে বাশখালীর পুকুরিয়া আনছারুল উলুম ফাজিল মাদ্রাসা, চতুর্থ হয়েছে ফেনী সদরের আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা, পঞ্চমস্থান অধিকার করেছে দাগনভূঞার জামিলা খাতুন মেমোরিয়াল মাদ্রাসা।
ষষ্ঠ থেকে দশম স্থানে রয়েছে যথাক্রমে পাঁচলাইশের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, ডবলমুরিং থানার তানযীমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা, নোয়্খালীর সেনবাগ থানার ছাতারপাইয়া ইসলামিয়া কারামতিয়া দাখিল মাদ্রাসা, হযরত ফাতিমা(রা:) বালিকা দাখিল মাদ্রাসা ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসা।
বৃহস্পতিবার ঘোষিত ফলাফলে দেখা যায়, এ বছর পাসের হারে ইবতেদায়ীতে শীর্ষে অবস্থান করছে বরিশাল বিভাগ এবং নিম্নে রয়েছে সিলেট বিভাগ। বরিশাল বিভাগে পাসের হার ৯৬.৭৩ শতাংশ। আর সিলেট বিভাগে পাসের হার ৮৯.৪৭ শতাংশ।
অন্যদিকে রাজশাহী বিভাগ ৯২.৭৮ শতাংশ, খুলনা বিভাগ ৯৫.৪২ শতাংশ, ঢাকা বিভাগ ৮৯.৯৭ শতাংশ, চট্টগ্রাম বিভাগ ৯১.৮৫ শতাংশ ও রংপুর বিভাগে পাসের হার ৯৪.৩৩ শতাংশ।
ঢাকা বিভাগ পাসের হারের তালিকায় নিচের দিকে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে রয়েছে সবার আগে। এই বিভাগ থেকে সর্বোচ্চ সংখ্যক ৬৬৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২
ইএস./সম্পাদনা: নূরনবী সিদ্দিক সু্ইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর