ময়মনসিংহ: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফল প্রকাশিত হলেও ময়মনসিংহ জেলার পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা জানেন না জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিউল্লাহ ।
এ নিয়ে সাংবাদিকদের মাঝেও প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার মো. শফিউল্লাহর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ময়মনসিংহের ১২ উপজেলায় জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা ও পাসের হার জানি না। ইন্টারনেট সমস্যা করছে। এ কারণে এখনো পাসের হার ও মোট এ পাসের সংখ্যা বলতে পারছি না।
ইন্টারনেট থেকে ডাউনলোড করে পরে আপনাদের এসব তথ্য জানানো হবে বলে জানান তিনি।
শুধু তাই নয়, ময়মনসিংহের ১২ উপজেলায় এ বছর জেএসসি পরীক্ষার্থীর সংখ্যা কতো ছিল এ প্রশ্ন শুনে উত্তর না জানায় রীতিমতো অস্বস্তিতে পড়ে যান তিনি। ফাইল আনতে লোক পাঠানো হয়েছে দাবি করে আরও কিছুক্ষণ পরে এ তথ্য জানাবেন বলেও আশ্বাস দেন।
এ নিয়ে বেশ কয়েকজন সাংবাদিক অভিযোগ করেন, জেলা শিক্ষা কর্মকর্তার কাছে বারবার জেলায় পাসের হার, জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা জানতে চাওয়া হলে তিনি এসব জানেন না বলে জানান।
বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর [email protected]