ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জুনিয়রে শূন্য পাস প্রতিষ্ঠান সংখ্যা কমেছে ৫৬টি

মাজেদুল নয়ন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১২
জুনিয়রে শূন্য পাস প্রতিষ্ঠান সংখ্যা কমেছে ৫৬টি

ঢাকা: এবারের প্রকাশিত জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল পরীক্ষায় কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি এ ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা মোট ৮৫টি।

২০১১ সালের তুলনায় শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা অবশ্য কমেছে ৫৬টি।

২০১১ সালে পরীক্ষায় শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১৪১টি।

২০১২ সালে মোট ২৭ হাজার ৫৯৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয় এ দু’টি পরীক্ষায়। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডে শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ৫৫টি। এছাড়া মাদ্রাসা বোর্ডে শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ৩০টি।

মাদ্রাসা বোর্ডেও ৯ হাজার ১৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৩০টি প্রতিষ্ঠান থেকে কেউ পাস করতে পারেননি। তবে ২০১১ সাল থেকে এ সংখ্যা ৪টি কমেছে। গতবার এ বোর্ডে শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৪টি।

মাদ্রাসা বোর্ডের পরে শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা সবচেয়ে বেশি দিনাজপুর বোর্ডে। এ বোর্ডে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ২২টি। ২০১১ সালে এ সংখ্যা ছিল ৪০টি।

এরপরেই রাজশাহী বোর্ডের অবস্থান। এখানে শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ১৩টি। ২০১১ সালে এ সংখ্যা ছিল ৩৮টি।

২০১২ সালের প্রকাশিত ফলাফলে ঢাকা বোর্ডে শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ১০টি। গতবছর যা ছিল ১১টি।

এছাড়াও যশোর বোর্ডে এ সংখ্যা ৭টি। গতবছর যা ছিল ১৬টি।

তবে গত বছরের তুলনায় বরিশাল বোর্ডে শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ১টি বেড়ে হয়েছে ৩টি।

২০১১ সালের মতোই কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট, এই ৩টি শিক্ষা বোর্ডে কোনো শূন্য পাস প্রতিষ্ঠান নেই।

বাংলাদেশ সময়: ০৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১২
এমএন/সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।