পটুয়াখালী: সুষ্ঠু ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুক্রবার সকালে পটুয়াখালীর ২টি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ও পটুয়াখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
স্কুল সূত্রে জানা যায়, তৃতীয় শ্রেণীতে এ ২টি বিদ্যালয়ে মোট ২৭০টি আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে অংশ নেয় ৬১৪ জন শিক্ষার্থী।
এর মধ্যে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে ১৫০টি আসনের বিপরীতে ৩০১ জন ও ৬ষ্ঠ শ্রেণীতে ৯০টি আসনের বিপরীতে ২শ’ জন পরীক্ষার্থী অংশ নেয়।
পটুয়াখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে ১২০টি আসনের বিপরীতে ৩১৩ জন ও ৬ষ্ঠ শ্রেণীতে ১শ’ আসনের বিপরীতে ২১৩ জন ভর্তিযুদ্ধে অংশ নেয়।
এ ছাড়া সরকারি জুবিলী স্কুলে ৪র্থ শ্রেণীতে ৩০টি আসনের বিপরীতে ৮২ জন, ৫ম শ্রেণীতে ১০টি আসনের বিপরীতে ৩৫ জন, ৭ম শ্রেণীতে ৩০টি আসনের বিপরীতে ৫৫ জন, ৮ম শ্রেণীতে ১০টি আসনের বিপরীতে ৪২ জন অংশ নেয়।
সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণীতে ৮৭ জন, ৫ম শ্রেণীতে ৪২ জন, ৭ম শ্রেণীতে ৩৫ জন, ৮ম শ্রেণীতে ৩২ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নেয়।
সরকারি জুবিলী স্কুলের ভর্তিচ্ছুদের পরীক্ষা গার্লস স্কুল কেন্দ্রে ও গার্লস স্কুলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষা জুবিলী স্কুলে অনুষ্ঠিত হয়।
গার্লস স্কুল কেন্দ্রে ভর্তি পরীক্ষা পর্যবেক্ষণে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমল কৃষ্ণ মন্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামসহ ম্যাজিস্ট্রেটের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনাররা।
জুবিলী স্কুল কেন্দ্রে ভর্তি পরীক্ষা পর্যবেক্ষণে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহ আলম সরদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর আলমসহ ম্যাজিস্ট্রেটের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনাররা।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮,২০১২
সম্পাদনা: কামরুননাহার, নিউজরুম এডিটর