নীলফামারী: জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) দিনাজপুর শিক্ষাবোর্ডের সেরা বিশের তালিকায় স্থান পেয়েছে নীলফামারীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান ৩টির মধ্যে নীলফামারী সদর উপজেলার ১টি এবং অপর দুটি সৈয়দপুর উপজেলা শহরের।
বৃহস্পতিবারের প্রকাশিত ফলাফল সূত্রে জানা যায়, বোর্ডের দ্বিতীয় স্থানে রয়েছে সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। ১২তম স্থানে রয়েছে সৈয়দপুরের ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। ১৬তম স্থানে রয়েছে নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়।
এদিকে নীলফামারী জেলার সেরা দশের তালিকার প্রথমে রয়েছে সৈয়দপুর সরকারি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় স্থানে সৈয়দপুর ক্যান্টম্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, তৃতীয় স্থানে নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, চতুর্থ স্থানে ডিমলা রানী বৃন্দা রানী সরকারি উচ্চ বিদ্যালয়, পঞ্চম স্থানে সৈয়দপুরের লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, ষষ্ঠ স্থানে নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সপ্তম স্থানে ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, অষ্টম স্থানে কিশোরগঞ্জ বহুমুখি উচ্চ বিদ্যালয়, নবম স্থানে সৈয়দপুরের সানফাওয়ার উচ্চ বিদ্যালয় এবং দশম স্থানে রয়েছে নীলফামারী কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান জানান, বোর্ডে ২য় স্থানে থাকা সৈয়দপুর সরকারি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ থেকে ৭২জন পরীক্ষার্থী অংশ নিয়ৈ শতভাগ পাশ করে জিপিএ-৫ পায় ৬১জন, ১২তম স্থানে থাকা সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৪৩ জন অংশ নিয়ে ১৪২ জন পাশ করে জিপিএ-৫ পায় ৭২জন এবং ১৬তম স্থানে থাকা নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০৫ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাশ করে ৬৪ জন জিপিএ-৫ পেয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১২
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর [email protected]