সিলেট: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম রোববার শুরু হচ্ছে। চলবে ৮ জানুয়ারি পর্যন্ত।
ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. জীবন কৃষ্ণ সাহা বাংলানিউজকে জানান, হরতালেরও ভর্তি কার্যক্রম বহাল থাকবে।
তিনি আরও জানান যে, ভর্তিচ্ছুদের সকাল ৯টা থেকে ১১টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে স্থাপিত বুথে অনুষদের পছন্দক্রমসহ রিপোর্ট করতে হবে। উক্ত তারিখ নির্ধারিত সময়ের পর আর কোনো রিপোর্টিং গ্রহণ করা হবেনা।
রিপোর্টকৃত ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা, সাক্ষাৎকার ও ভর্তি ওই দিন দুপুর ১২টা থেকে শুরু হবে।
ভর্তির জন্য সুযোগপ্রাপ্ত প্রার্থীদের সাক্ষাৎকার ও স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণের সময় যেসব প্রয়োজনীয় কাগজ পত্র সঙ্গে আনতে হবে সেগুলো হলো, (ক) শিক্ষা বোর্ড হতে প্রাপ্ত এসএসসি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষার মূল/সাময়িক সার্টিফিকেট, (খ) শিক্ষা বোর্ড হতে প্রাপ্ত এসএসসি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষার মূল গ্রেড সিট, (গ) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত প্রশংসা পত্র, (ঘ) সদ্য তোলা সত্যায়িত ষ্ট্যাম্প সাইজের ছবি ৫ কপি, (ঙ) ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র, (চ) সংরক্ষিত আসনে ভর্তি হতে ইচ্ছুক উপজাতি/অউপজাতি প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে সংশ্লিষ্ট জেলার বাসিন্দা সম্পর্কিত প্রত্যয়ন পত্র, (ছ) মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে তাদের পিতা/মাতার অনুকূলে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধার মূল সনদপত্র, (জ) ভর্তির জন্য প্রত্যেক ছাত্র-ছাত্রীর জামানতের টাকাসহ আনুমানিক ১২ হাজার টাকা।
ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.sau.ac.bd) পাওয়া যাবে।
বাংলাদেশ সময় : ০৫১৯ ঘন্টা, জানুয়ারি ০৬, ২০১৩
সম্পাদনা : মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর