ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ইবিতে নতুন উপাচার্যের যোগদান

ইবি সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৩
ইবিতে নতুন উপাচার্যের যোগদান

ইবি: মঙ্গলবার অধ্যাপক ড. আব্দুল হাকিম সরকার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন।

দায়িত্ব নেওয়ার পর তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।



এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন-কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ শাহজাহান আলী, রেজিস্ট্রার ড. মো. মসলেম উদ্দিন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ত.ম. লোকমান হাকিম, প্রক্টর অধ্যাপক ড. এ.এইচ.এম আক্তারুল ইসলাম জিল্লু প্রমুখ।

পুষ্পস্তবক অর্পণ শেষে নতুন উপাচার্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
 
উল্লেখ্য, শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৭ ডিসেম্বর তৎকালীন অধ্যাপক ড. এম আলাউদ্দিনকে অব্যাহতি দিয়ে নতুন উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারকে আগামী ৪ বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৩
প্রতিবেদন: শরিফুল ইসলাম জুয়েল/সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।