ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির জসীম উদদীন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৩

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন।



কবি জসীম উদদীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানসহ আবাসিক শিক্ষক ও শারীরিক শিক্ষাকেন্দ্রের কর্মকর্তারা প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক পড়াশোনার পাশাপাশি খেলাধূলায় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে বলেন, “নিয়মিত শরীরচর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটাতে সহায়ক ভূমিকা পালন করে। ”

তিনি জীবনের সক ক্ষেত্রে খেলোয়াড়সুলভ মনোভাব প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

খেলা শেষে বিকেলে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে শতাধিক ছাত্র অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র মো. মোবারক হোসেন চ্যাম্পিয়ন এবং ভূগোল ও পরিবেশ বিভাগের ১ম বর্ষের ছাত্র মো. তৌহিদুল ইসলাম রানার্স আপ হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৩
এমএইচ/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুটএডিটর- [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ