সিলেট: সমাজবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও মনোবিজ্ঞান বিষয়ে মাস্টার্স কোর্স চালুর দাবিতে মানববন্ধন করেছে সিলেট এমসি কলেজের শিক্ষার্থীরা।
মানববন্ধনে অবিলম্বে মাস্টার্স কোর্স চালুর দাবি উল্লেখ করে বিভিন্ন ব্যানার ফেস্টুন প্রদর্শন করা হয়।
মঙ্গলবার দুপুরে সিলেট এমসি কলেজ ক্যাম্পাসের সামনের সড়কে এ মানবন্ধনে কলেজের কয়েক’শ শিক্ষার্থী অংশ নেয়। মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টসহ প্রগতিশীল ছাত্রসংগঠনগুলো সংহতি প্রকাশ করে।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষ প্রফেসর ধীরেশ চন্দ্র সরকারের সঙ্গে দেখা করেন। এসময় অধ্যক্ষ বিষয়টি দীর্ঘদিনের দাবি স্বীকার করে শিক্ষামন্ত্রী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলাপ করবেন বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।
অধ্যক্ষ জানান, শিগগিরই বিষয়টি নিয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে বাস্তব প্রয়োজন হিসেবে ও শিক্ষার্থীদের জোর দাবি হিসেবে বিষয়টি উপস্থাপিত হবে।
মানববন্ধনে অংশ নেওয়া মনোবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের তৌফিক আহমদ, সঞ্জয় দত্ত, ইতিহাসে তৃতীয় বর্ষের ছাত্র, দুলাল আহমেদ, প্রথমবের্ষর শিক্ষার্থী কলি, দ্বিতিয়বর্ষের মিজান, ফয়সল আহমদ, চতুর্থ বর্ষের হাফিজ আহমদ আল হোসাইন মাসুকি, ইসলামের ইতিহাসের রাসেল আহমেদ, সৈয়দ সামসুজ্জামান, জানান, ‘অনার্স পরীক্ষা দেওয়ার পর মাস্টার্স কোর্স কলেজে না থাকায় তারা বড় চিন্তায় রয়েছেন।
শিক্ষার্থীরা বলেন, “সিলেটের অন্য কোনো কলেজেও এই বিষয়ে মাস্টার্স কোর্স চালু নেই। ফলে আমাদের বিভাগের অনেক বড় ভাইবোনদের মতো হয়তো আমাকেও অনার্স পর্যন্ত পড়েই শিক্ষাজীবনের ইতি টানতে হবে। ”
জানা গেছে, কলেজে মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও ইতিহাস বিষয়ে অনার্স কোর্স থাকলেও কোনোটিতেই মাস্টার্স কোর্স চালু নেই। ফলে অনার্স শেষে উচ্চশিক্ষার সুযোগ না পেয়ে অনেকেরই শিক্ষাজীবনের সমাপ্তি ঘটছে।
মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সালেহ আহমদ জানান, মাস্টার্স কোর্স চালুর জন্য কলেজের পক্ষ থেকে সরকারের উচ্চপর্যায়ে অনেক চেষ্টা-তদবির করেও কোনো কাজ হচ্ছে না।
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৩
এসএ/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর