বিয়ানীবাজার (সিলেট): বর্তমান সরকার দেশের পৌনে ৪ কোটি শিক্ষার্থীর হাতে ২৭ কোটি পাঠ্যবই বিনামূল্যে তুলে দিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষা ক্ষেত্রে যেখানে জিডিপির ৬ ভাগ অর্থ ব্যয় করার কথা, সেখানে সরকার ব্যয় করছে মাত্র ২ ভাগ।
বুধবার বিকেলে বিয়ানীবাজারের মাথিউরা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, “দেশের সামগ্রীক উন্নতিতে প্রবাসীরা যেমন অবদান রাখছেন, তেমনি এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নেও তাদের অবদান স্মরণযোগ্য। ”
তিনি বলেন, “জামায়াতে ইসলামী আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের কথা বললেও বিগত সময়ে তারা ক্ষমতায় গিয়ে নিকৃষ্টতম কাজ করেছে। দেশবাসী তা এখনও ভুলেনি। ”
স্কুল পরিচালনা কমিটির সভাপতি আতাউর রহমান খানের সভাপতিত্বে ও সদস্য ছফর উদ্দিন লোদীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিয়ানীবাজার উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান রুমা চক্রবর্তী, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম নিম্বই, যুক্তরাজ্যের বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সাবেক সভাপতি হাজি আব্দুল মতলিব, ব্যারিস্টার নাসির উদ্দিন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাশ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. সিরাজ উদ্দিন খান, ছাত্রনেতা সাহাব উদ্দিন।
শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে মাথিউরা উচ্চ বিদ্যালয়ের আজীবন সদস্য হওয়ার ঘোষণা দেন ব্যবসায়ী মো. নিজাম উদ্দিন লোদী ও যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার নাসির উদ্দিন। এসময় তারা স্কুলের ফাণ্ডে প্রত্যেকে ২ লাখ টাকা করে অনুদান দেওয়ারও ঘোষণা দেন।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৩
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর