ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি ইন ডেন্টাল টেকনোলজিস্ট কোর্সের নাম পরিবর্তন ও কোর্স শেষে প্র্যাকটিসের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে কোর্সটিতে অধ্যয়নরত ছাত্ররা।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালনে করতে এসে এ দাবি জানায়।
দীঘদিন ধরে এই দাবিতে আন্দোলন করলেও সরকার তাদের দাবির প্রতি কর্ণপাত করেনি বলেও তারা অভিযোগ করেন।
এর আগে তারা দুপুরে মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি করতে এসে পুলিশ বাধার মুখে পড়ে। সেখান থেকে তাদের কয়েকজন প্রতিনিধি সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করলেও তিনি তাদের দাবির প্রতি কর্ণপাত করেনি বলেও অভিযোগ করেন।
তাদের আন্দোলন করার সময় নন এমপিও শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শাওন নামে একজন ছাত্রের মাথা ফেটে যায়। টিয়ার শেলের আঘাতে বেশ কয়েকজন ছাত্র আহত হয়।
এর প্রতিবাদে বিকাল পযন্ত তারা প্রেস ক্লাবের সামনে রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করে ছাত্ররা।
প্রতিবাদ কর্মসূচিতে তারা বলেন, বিএসসি ইন ডেন্টাল টেকনোলজির ছাত্রদের পড়ানো হয় বিডিএস কোর্সের পুরো বিষয়। এ কারণে ওই সব শিক্ষার্থী না টেকনোলজিস্ট হিসেবে স্বীকৃতি পাচ্ছেন; না বিডিএস চিকিৎসক হিসেবে স্বীকৃতি পাচ্ছেন।
এর প্রতিবাদে বিএসসি ইন হেলথ টেকনোলজি (ডেন্টাল) স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ধারাবাহিক আন্দোলন করে আসছে ।
এর আগেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো: হুমায়ুন কবিরের কাছে স্মারকলিপি প্রদান করেছি কিন্তু কোন ফল পায়নি।
সিলেবাসের আলোকে কোর্সটির নাম পরিবর্তন করে ব্যাচেলর অব ডেন্টিস্ট্রি অথবা বিএসসি ইন ডেন্টিস্ট্রি করেন। একই সঙ্গে বিদেশে চাকরির সুবিধা পেতে আন্তর্জাতিক ‘চাকরির বর্ণনা’ প্রণয়ন করার দাবি্ও জানান তারা।
এ ছাড়া বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে (বিএমডিসি) কোর্সটির অনুমোদন করিয়ে দেশে প্র্যাকটিসের সুযোগ দেওয়ারও দাবি জানিয়েছে ছাত্ররা।
অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্মারকলিপি দিতে যান আবুল মানসুর, আরাফাত হায়দার ও সারওয়ার হোসেন।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ০৯.২০১৩
এনএম/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর