ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষা-মনুষ্যত্বের দ্বন্দ্বেই শিক্ষিত লোকেরা দুর্নীতি-অপরাধে জড়িয়ে পড়ে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৩
শিক্ষা-মনুষ্যত্বের দ্বন্দ্বেই শিক্ষিত লোকেরা দুর্নীতি-অপরাধে জড়িয়ে পড়ে

ঢাবি: শিক্ষা ও মনুষ্যত্বের পারস্পরিক দ্বন্দ্বের কারণেই সমাজের শিক্ষিত লোকেরা দুর্নীতিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে বলে উল্লেখ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

শান্তিনিকেতনের শিল্প-ইতিহাস বিভাগের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অধ্যাপক রমন শিবকুমারকে বিশেষ সম্মাননা দেওয়া উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।


 
শনিবার দুপুরে চারুকলা অনুষদ মিলনায়তনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
 
সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অধ্যাপক রমন শিবকুমারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।  

উপাচার্য বলেন, “শিল্পকলা শিক্ষাসহ সব শিক্ষার মূল লক্ষ্য মানুষের মধ্যে মনুষ্যত্বের বিকাশ ঘটানো। যে শিক্ষা মনুষ্যত্বের বিকাশ ঘটাতে পারে না, সে শিক্ষা অর্থহীন। ”  

তিনি বলেন, “শিক্ষা ও মনুষ্যত্বের পারস্পরিক দ্বন্দ্বের কারণেই সমাজের শিক্ষিত লোকেরা দুর্নীতিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। ”

তিনি শিক্ষাকে মনুষ্যত্ব বিকাশের একমাত্র হাতিয়ার হিসেবে গ্রহণ করার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় শিল্পী অধ্যাপক রমন শিবকুমারকে সম্মাননা প্রদান করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, “বর্তমান বাংলাদেশ সরকার জাতীয় শিক্ষানীতিতে শিল্পকলা শিক্ষাকে গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করেছে। ”  

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ আবুল বার্‌ক আলভীর সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিল্পী রফিকুননবী (র’নবী)।  

শিল্পী মঈনুদ্দীন খালেদ সাইটেশন পাঠ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের অধ্যাপক নিসার হোসেন।
 
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ১২,২০১৩
এমএইচ/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ