ঢাকা: সম্মান প্রথম বর্ষ ভর্তিতে ৩ হাজার টাকা উন্নয়ন ফি বাতিলের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংক অবরোধ করেছে জবি প্রগতিশীল ছাত্রজোট।
সোমবার বেলা ১০টা থেকে ক্যাম্পাসে কয়েক দফা বিক্ষোভ মিছিল করেন।
অবরোধের এক পর্যায়ে ভবনের গেট পেড়িয়ে ব্যংক ভবনে প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। এসময় ছাত্রনেতাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে।
ছাত্র নেতারা দাবি করেন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় জবি ছাত্র ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম সজিব, ছাত্রফ্রন্ট সভাপতি শরীফুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন মোশের্দকে আহত হন।
পরে অবরোধকারীরা ব্যাংক গেটে অবস্থান নিয়ে সমাবেশ করে।
এতে ছাত্রনেতারা বলেন, ‘গত বছরই ছাত্রদের সঙ্গে আলোচনা করে জবি প্রশাসন জানিয়েছিল, চলতি ভর্তিতে ৩ হাজার টাকা উন্নয়ন ফি বাতিল করা হবে। কিন্তু সেটা না মেনে এবারও ফি’র বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ’
আগের প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়ন ফি সম্পূর্ণ বাতিল না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর থেকে জবিতে সম্মান প্রথম বর্ষ ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৩
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর