ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে ‘সাতরঙা সমাপনী’ অনুষ্ঠিত

জনাব আলী, রাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৩
রাবিতে ‘সাতরঙা সমাপনী’ অনুষ্ঠিত

রাবি: বর্ণিল আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বেগম খালেদা জিয়া হলের ২০০৭-২০০৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ‘সাতরঙা সমাপনী’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলা এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান।



হল প্রাধ্যক্ষ প্রফেসর দিলরুবা আখতার বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর এম আব্দুর রহমান, ছাত্র উপদেষ্টা প্রফেসর গোলাম সাব্বির সাত্তার প্রমুখ।

অনুষ্ঠানে উপাচার্য বিদায়ী শিক্ষার্থীদের স্মারক ক্রেস্ট উপহার দেন।

পরে হলের শিক্ষার্থী সামিয়া শারমীন ও রোকসানা আক্তারের উপস্থাপনায় মধ্যরাত পর্যন্ত চলে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৩
সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয় ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ