ঢাকা: রাজধানীর মিরপুরে ঢাকা ডেন্টাল কলেজের এক ছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কলেজ হোস্টেলে ‘সন্ত্রাসী’ হামলা চালিয়েছে স্থানীয় বখাটেরা। হামলার ঘটনায় ডেন্টাল কলেজের ১০ ছাত্র আহত হয়েছে।
এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাত সাড়ে ১০টার দিকে এ হামলার প্রতিবাদে ক্যাম্পাসে মিছিল করেছে বিক্ষুব্দ ছাত্ররা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডেন্টাল কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা বাংলানিউজকে জানান, সন্ধ্যা ৭টার দিকে ডেন্টাল কলেজের এক ছাত্রীকে উত্যাক্ত করে স্থানীয় বখাটেরা। এর প্রতিবাদ করা দু’জন ছাত্রকে মারধর করা হয়। এরপর রাত ৮টার দিকে বখাটেদের পক্ষে ১৮ থেকে ২০ জন ‘সন্ত্রাসী’ কলেজের ছাত্র ও ছাত্রী হোস্টেলে হামলা চালায়।
এ সময় ডেন্টাল কলেজের ৪৮তম ব্যাচের ছাত্র নির্ঝর, সোহাগ, উদয় এবং ৫৯তম ব্যাচের ছাত্র মেফতা ও সাগরসহ ১০ জন ছাত্র আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে নির্ঝর ও উদয়ের অবস্থা গুরুতর।
আহত শিক্ষার্থীদের দেখতে আসা ডেন্টাল কলেজের সাবেক ছাত্র জ্যোতির্ময় বাংলানিউজকে জানান, স্থানীয় বখাটেদের ১৮/২০ জনের একটি ‘সন্ত্রাসী’ বাহিনী এ হামলা চালিয়েছে। কলেজের স্টাফদের ছেলেরা এ হামলায় ইন্দন দিয়েছে বলে তিনি অভিযোগ করেন।
রাত পৌনে ১১টার দিকে ঘটনাস্থলে যান কলেজের অধ্যক্ষ ডা. এস এম ইকবাল। তিনি বাংলানিউজকে বলেন, “হোস্টেলে হামলার ঘটনায় ১০ জন আহত হয়েছে। হামলার প্রতিবাদে ছাত্ররা কলেজ ক্যাম্পাসে মিছিল করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কলেজের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী তন্ময় বাংলানিউজকে জানান, কলেজ স্টাফের ছেলে মাহী এবং ফারুকের সহযোগীতায় স্থানীয় মোস্তাফিজের নেতৃত্বে ১৮ থেকে ২০ জনের একটি সন্ত্রাসী বাহিনী এ হামলা চালায়।
উল্লেখ্য, কলেজের ভেতর থেকে স্টাফদের আবাসস্থল সরিয়ে নেওয়ার জন্যে অনেক আগে থেকেই দাবি জানিয়ে আসছিল শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ২৩১১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৩
এমএন/এসএমএ/সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর