জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চলচ্চিত্র সংগঠন ‘জাহাঙ্গীরনগর স্টুডেন্টস ফিল্ম সোসাইটি’র আয়োজনে চলছে চতুর্থ আন্তর্জাতিক চলচ্চিত্র সপ্তাহ।
শনিবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ চলচ্চিত্র সপ্তাহের উদ্বোধন করেন মাই ওয়ান ইলেক্ট্রনিক্সের জেনারেল ম্যানেজার সাইফুল আলম লিটন।
ছ’দিন ব্যাপী এ চলচ্চিত্র সপ্তাহে সহযোগিতা করেছে ‘মাই ওয়ান মোবাইল’।
চলচ্চিত্র সপ্তাহে বাংলাদেশসহ মেক্সিকো, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, ডেনমার্ক ও সুইডেনের ১৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
২০ জানুয়ারি থেকে শুরু করে ২৪ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা, ৫টা ও ৭টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এই চলচ্চিত্রগুলো দেখানো হবে।
বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৩৬ তম ব্যাচের শিক্ষার্থী ও ‘জাহাঙ্গীরনগর স্টুডেন্টস্ ফিল্ম সোসাইটি’র আহ্বায়ক মাহমুদ হোসেন শোয়েব বলেন, “প্রতি দু’বছর পর পর ‘জাহাঙ্গীরনগর স্টুডেন্টস ফিল্ম সোসাইটি’ আন্তর্জাতিক সপ্তাহের আয়োজন করে। এরই ধারাবাহিকতায় এ বছর ৪র্থ বারের মতো চলচ্চিত্র সপ্তাহের আয়োজন করা হয়েছে। এবারের চলচ্চিত্র সপ্তাহে দেশি বিদেশি ১৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ”
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘন্টা, জানুয়ারি ১৯, ২০১৩
সম্পাদনা: মীর সানজিদা আলম ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর