ঢাবি: আবুল কালাম আযাদের (বাচ্চু রাজাকার) বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফাঁসির রায় ঘোষণা করায় বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০০ শিক্ষক।
মঙ্গলবার রাতে নীল দলের যুগ্ম-আহ্বায়ক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতি বলা হয়, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগসহ নানাবিধ মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে অভিযুক্ত বাচ্চু রাজাকারের মামলায় ফাঁসির আদেশ প্রদান করায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইইব্যুনাল-২, বাংলাদেশ সরকার ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা অভিনন্দন জানাই।
এতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ আশা করেন, একই অভিযোগে অভিযুক্ত বাকি আসামিদেরও অবিলম্বে অনুরূপ শাস্তি নিশ্চিত করা হবে।
বিবৃতিদানকারীদের মধ্যে রয়েছেন,অধ্যাপক ড. এস এম ইমামুল হক, ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া, ড. এ.এস.এম. মাকসুদ কামাল, অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, অধ্যাপক আ ব ম ফারুক, অধ্যাপক ড. শেখ আবদুস সালাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৫৪০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৩
এমএইচ/ সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর