কুষ্টিয়া: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গবন্ধু হলের ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম নিখোঁজ থাকায় তাকে উদ্ধারের দাবিতে মহাসড়ক অবরোধ করে সমাবেশ করেছেন বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা।
এ জন্য তারা বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে সমাবেশ করেন।
এসময় বঙ্গবন্ধু হল ছাত্রলীগ এবং আইন বিভাগের ছাত্রছাত্রীরা এ অবরোধে অংশ নেন।
ছাত্রলীগ নেতা সাইফুলের নিখোঁজের জন্য ছাত্রলীগের প্রতিপক্ষকে দায়ী করা হয়েছে।
এদিকে, বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ১০টা থেকে ছাত্রলীগ নেতা সাইফুলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে তার পরিবার ও বঙ্গবন্ধু হল শাখার ছাত্রলীগ ধারণা করছে, সাইফুলকে গুম করা হয়েছে।
সাইফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের ছাত্র বলে ক্যাম্পাস সূত্রে জানা গেছে।
মহাসড়ক অবরোধের সময় সমাবেশে বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম বাবু বলেন, “সাইফুল ভাইকে আমাদের বিরোধী পক্ষ গুম করেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ প্রশাসন যদি তাকে কোনো খোঁজ দিতে না পারে, তবে আমরা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অচল করে দেবো। ”
এছাড়া পরে আরও কঠোর কমসূচি দেওয়া হবে বলে তিনি সমাবেশে ঘোষণা দেন।
উল্লেখ্য, সাইফুল ইসলাম গত মঙ্গলবার রাত ১০টায় ঢাকার ফার্মগেট থেকে কাজীপাড়ার উদ্দেশে গাড়িতে ওঠেন। এর পর থেকে তার সব মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং তার কোনো খোঁজও পাওয়া যাচ্ছে না।
জানা যায়, সাইফুল ইসলাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের আসন্ন ছাত্রলীগ কমিটির সভাপতি প্রার্থী ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৩
এসআইজে/এসএনএইচ/সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর