ঢাকা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য শিক্ষার্থীদের উপযোগী করে তুলতে কাজ করে যাচ্ছে সরকার।
শুক্রবার সকালে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার ও আধুনিক শিক্ষানীতি প্রণয়নে সরকারের সবচেয়ে সাফল্য দাবি করে নানক বলেন, আধুনিক তথ্য প্রযুক্তি সমন্বয়ে একটি জাতি গড়তে হলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।
এ সময় তিনি আইডিয়াল স্কুলের ইতিহাস, ঐতিহ্য ও সৃজনশীলতাকে অব্যাহত রাখার আহ্বান জানান।
স্কুলের গর্ভনিং বডির সদস্য সভাপতি রাশেদ খান মেনন এমপির সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ শাহান আরা বেগম, মতিঝিল থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম আশরাফ তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে বালিকা শাখার ৮২২ জন ছাত্রকে বিভিন্ন ক্যাটাগরিতে বার্ষিক পুরস্কার দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১২১২ ঘন্টা, জানুয়ারি ২৫, ২০১৩
এনএম/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর