ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাজশাহী বোর্ডের ৪২ প্রতিষ্ঠানকে সম্মাননা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৩
রাজশাহী বোর্ডের ৪২ প্রতিষ্ঠানকে সম্মাননা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উদ্যোগে চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মেধা তালিকায় শীর্ষ ৪২ শিক্ষা প্রতিষ্ঠানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার দুপুরে শিক্ষা বোর্ড আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তানবিরুল আলম, প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর নূরুল আলম, সচিব প্রফেসর মো. আবদুর রউফ মিয়া, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস.এম.এ হুরাইরা, কলেজ পরিদর্শক ড. আনারুল হক প্রমুখ।



অনুষ্ঠানে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তানবিরুল আলম বলেন- এ সংবর্ধনা অনুষ্ঠান পিছিয়ে পড়া প্রতিষ্ঠানগুলোকে অনুপ্রাণিত করবে।

এছাড়া রাজশাহী শিক্ষা বোর্ডের আধীনে স্কুল ও কলেজগুলোর মধ্যে ভালো ফলাফলের প্রতিযোগিতা তৈরি হবে বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।

এ সময় এসএসসি ও এইচএসসির ৪২টি শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানকে সংবর্ধনা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৩
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ