ঢাকা: চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ক্ষতি পুষিয়ে নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২২-২৬ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন ছুটি ছিল।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি পরীক্ষাসহ অন্যান্য প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য এ ছুটি বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপি’র নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের টানা অবরোধ ও জামায়াতের হরতালের কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হয়ে পড়ে। এছাড়া পিছিয়ে যায় বিভিন্ন পরীক্ষার সূচি।
এর আগে প্রশাসন শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৩
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর