জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ স্লোগানকে ধারন করে শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রজাপতি মেলা-২০১৩।
শিশুদের মনস্তাত্ত্বিক বিকাশ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রজাপতির ভূমিকা তুলে ধরার জন্যই শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
নার্সারি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত দু’টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশ্ববিদালয়ের আশপাশের স্কুলের প্রতিযোগীরা নেয়।
প্রতিযোগিতায় বি গ্রুপের প্রথম হয় কলতান বিদ্যানিকেতনে দ্বিতীয় শ্রেণির ছাত্র একুশ আজাদ। দ্বিতীয় হয় একই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী নাহারিন ইসলাম খান ও তৃতীয় স্থান লাভ করে ডেইরি ফার্ম সরকারি প্রথামিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী তাসলিমা আলম।
এ গ্রুপের প্রথম হয় রেডিও কলোনি মডেল স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী ইমা ফাতিম। দ্বিতীয় হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী ফাতেমা ইসলাম মুনা ও তৃতীয় হয়েছে জিরাবো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ৩য় শ্রেণির ছাত্রী মোনতাহা রহমান।
বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার উদ্যোগে এ মেলায় অন্যান্য আয়োজনের মধ্যে ছিলো প্রজাপতির আদলে ঘুড়ি ওড়ানো, কুইজ, বক্তৃতা, প্রজাপতি বিষয়ক বির্তক প্রতিযোগিতা, প্রজাপতির ডকুমেন্টারি প্রদর্শনী।
‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’র সহযোগীতায় এবারের মেলায় মিডিয়া পার্টনার হিসেবে ছিল বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ‘চ্যানেল-আই’ ও রেডিও ভূমি।
মেলার আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনোয়ার হোসেন বলেন, প্রজাপতি প্রকৃতির একটি অলঙ্কার। বনভূমি উজারের ফলে প্রজাপতি দিন দিন বিলিন হয়ে যাচ্ছে। শিশুদের প্রজাপতির সৌন্দর্য ও এর উপকারিতা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এই প্রতিযোগিতার ইভেন্টটি রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৩
সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর