ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাজধানীর সরকারি স্কুলের ভর্তি পরীক্ষার সূচি পরিবর্তন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৩
রাজধানীর সরকারি স্কুলের ভর্তি পরীক্ষার সূচি পরিবর্তন

ঢাকা: ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ‘এ’ গ্রুপের ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক ফাহিমা খাতুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ ডিসেম্বরের পরিবর্তে ২০ ডিসেম্বর শুক্রবার এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে।



সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পঞ্চম থেকে অষ্টম শ্রেণী এবং বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মাউশি’র অধীনে রাজধানীর ২৪টি সরকারি উচ্চ বিদ্যালয়ে (প্রাথমিক স্তর সংযুক্তসহ) প্রথম থেকে নবম শ্রেণীতে ১ ডিসেম্বর থেকে ভর্তির ফরম বিক্রি শুরু হয়ে চলে ৯ ডিসেম্বর পর্যন্ত।

এরপর প্রথম শ্রেণীতে ভর্তির লটারি অনুষ্ঠিত হয় ১৪ ডিসেম্বর। বাকি শ্রেণীগুলোতে তিনটি গুচ্ছ করে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৩
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ